কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রালারসহ ৪০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, বুধবার বিকেলে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার তথ্য বিভিন্ন মাধ্যমে শুনেছি। তাদের উদ্ধারে কাজ চলছে। সাজেদ আহমেদ জানান, ধরে নিয়ে যাওয়া পাঁচটি ট্রলারের মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার, অন্য দুটির মালিক শাহপরিরদ্বীপে বাসিন্দা। সাজেদ আহমেদ বলেন, সাগরে ২০ থেকে ৩০টি ট্রলার মাছ ধরছিল। হঠাৎ আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলার ও ৪০ জেলেকে...