চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চলছে। গতকাল বুধবার দুপুরে প্রক্টর কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ কর্মসূচি চলছে। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন ২১ ঘণ্টা পার হলেও কোনো খোঁজ নেয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচি হচ্ছে। এতে এখন পর্যন্ত ৯ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। এর মধ্যে গতকাল দুপুর ১২টায় আটজন এবং বেলা তিনটার দিকে একজন অনশন শুরু করেন। তাঁরা হলেন বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ওমর সমুদ্র, বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ, দপ্তর সম্পাদক নাইম শাহজাহান, নারী অঙ্গনের সংগঠক ও মার্কেটিং বিভাগের...