ঢাকা:ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি উল্লেখ করেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব...