যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র, ডানপন্থি রাজনৈতিক কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনাটি মার্কিন রাজনীতিতে বিদ্যমান গভীর বিভাজনকে উন্মোচিত করেছে। রয়টার্স জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে কার্কের জন্য যখন নীরবতা পালনের কথা তখন তাকে সম্মান জানানোর সর্বোত্তম উপায় কী হতে পারে তা নিয়ে চিৎকার করে ও আঙ্গুল উঁচিয়ে তর্ক করেছেন মার্কিন আইনপ্রণেতারা। এই হামলার ঘটনার জন্য প্রতিনিধি পরিষদের রক্ষণশীল রিপাবলিকান সদস্যরা তাদের উদারপন্থি সহকর্মীদের দায় দিয়েছেন। অপরদিকে ডেমোক্র্যাটরা তুলনামূলক সংযত স্বরে কথা বলে সাধারণভাবে রাজনৈতিক সহিংসতার নিন্দা করেছেন এবং কঠোর বন্দুক আইনের আহ্বান জানিয়েছেন। দুই বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেস ৩০ বছরের মধ্যে প্রথম ব্যাপক বন্দুক নিয়ন্ত্রণ আইন পাস করে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দল বিলটিতে সমর্থন দেয়। এতে বন্দুক ক্রয়ের ক্ষেত্রে অতীত কর্মকাণ্ড পরীক্ষা করার বিষয়টি...