জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রবেশপথে অবস্থান নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রধান গেট, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন গেট, প্রান্তিক গেট, বিশ মাইল গেটসহ প্রতিটি প্রবেশপথে কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহলও চোখে পড়েছে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি না দিয়ে প্রথমে থামিয়ে পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। বৈধ পরিচয়পত্রবিহীন কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে না। সকাল থেকে শিক্ষার্থীরা পরিচয়পত্র হাতে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন। গেটের বাইরে সাধারণ মানুষ বা বাইরের কেউ...