বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঝুম বৃষ্টি নামে ঢাকায়। ছবিটি ঢাকা মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সামনের গেট থেকে তুলেছেন মনিরুল হক ফিরোজ শরতের আকাশে রোদ-হাওয়ার খেলা চলছিলো টুকটাক। কিন্তু হঠাৎ করেই ঢাকার আকাশে মেঘ জমে নেমেছে ঝুম বৃষ্টি। সড়কগুলোতে ছাতা হাতে ছুটছে মানুষ, ভিজে যাচ্ছে রিকশার আরোহী, যানজটে আটকে বৃষ্টিভেজা শহর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকা নয়, সারা দেশে আজ ও আগামী পাঁচ দিন বৃষ্টি হতে পারে।আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা...