মাদারীপুর: মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তা সংকটে ধীর গতিতে চাষাবাদ কার্যক্রমের তদারকি চলছে। এতে সরকারের গৃহীত উন্নয়নমূলক সেবা প্রান্তিক কৃষকদের কাছে পৌছাতে পারছে না বলে কৃষকদের অভিযোগ। প্রতিটি ইউনিয়নে ৩ জন উপ-সহকারী কর্মকর্তা থাকার কথা থাকলেও অনেক ইউনিয়নে মাত্র একজন কৃষি কর্মকর্তাই পুরো ইউনিয়নের তদারকির দায়িত্ব পালন করছেন। এতে সরকারি সেবা থেকে প্রান্তিক কৃষকরা বঞ্চিত হচ্ছে।তবে জেলার উর্ধ্বতন কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষি অধিদপ্তরের বদলী ও অবসরজনিত এসব জনবল সংকটের চাহিদা জানিয়ে প্রতি মাসেই প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়।মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ১৮১টি কৃষি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকে একজন করে কৃষি উপ-সহকারী কর্মকর্তা সরকারের নিয়োগ দেয়ার বিধান রয়েছে। সেই হিসেবে প্রতিটি ইউনিয়নে ৩টি করে কৃষি ব্লক মোট ১৮১ জন কৃষি উপ-সহকারী...