ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে স্থানীয়রা মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে খুলনার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঢাকা-খুলনা রেললাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে স্থানীয়রা গাছের গুঁড়ি ফেলে রেললাইন বন্ধ করে রেখেছে। কৈডুবি রেল গেটের গেটকিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয়রা। ফলে কোনো ট্রেনই চলাচল করতে পারেনি। ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় সোয়া আটটায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গায় পৌঁছাতে পারেনি। বর্তমানে এটি গোপালগঞ্জের মুকসুদপুরে আটকা রয়েছে। ভাঙ্গা রেল পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন, ঢাকাগামী জাহানাবাদ ট্রেনটি গোপালগঞ্জের মুকসুদপুরে আটকা পড়ে আছে। যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের শান্ত না করা...