জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পরিবেশ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার সাড়ে ১২টায় মওলানা ভাসানী হলের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এর আগে জাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন। তিনি বলেন, গতকাল রাথে থেকে যেসব আয়োজন হয়েছে, সেসব ভোট ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিয়ে যাচ্ছে জাবি প্রশাসন। সবকিছুর ঊর্ধ্বে ওঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে প্রত্যাশা করেন সাদী। এবার জাকসু...