বর্তমান ফুটবল দুনিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বর্তমান ফুটবল বিশ্ব তাকে ‘বিরক্ত ও বিতৃষ্ণ’ করে তুলছে। তার মতে, ফুটবলে অর্থের প্রভাব এতটাই বেড়ে গেছে যে তা ব্যক্তিগত সম্পর্ক ও মানবিক দিকগুলোকে নষ্ট করে দিচ্ছে। ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘হ্যাঁ, (টাকা) জীবনের অনেক কিছু ধ্বংস করে দিতে পারে। যত বেশি টাকা আসে, তত বেশি সমস্যা আসে। অনেকে আপনার জীবনের পরিবর্তন দেখতে পায় না, তারা চায় আপনি যেন সেই পুরনো মানুষটিই থাকেন। আপনার দায়িত্ব থাকে, প্রতিশ্রুতি থাকে, বিল পরিশোধ করতে হয়—মানুষ এসব বোঝে না।’ এমবাপ্পে মনে করেন, ফুটবলের আড়ালে রয়েছে ভুয়া বন্ধুত্ব আর অর্থলোভীদের ভিড়। এমনকি অর্থের কারণে অনেক খেলোয়াড়ের পারিবারিক সম্পর্কও ভেঙে পড়ে। তার ভাষায়,...