সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি আমাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, চলতি বছরে ইসরায়েল সিরিয়ার শতাধিক হামলা চালিয়েছে। যার মধ্যে ৮৬টি বিমান হামলা এবং ১১টি স্থল অভিযান। এতে ১৩৫টি স্থাপনা ধ্বংস এবং ৬১ জনকে হত্যা করা হয়।ইসরায়েলের হামলা থেকে বাদ যায়নি গাজার উদ্দেশে রওনা দেওয়া দ্য গ্লোবার সমুদ ফ্লোটিলার জাহাজও। তিউনিশিয়ার উপকূলে দুবার ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় সমুদ্র ফ্লোটিলার জাহাজ।কাতারে হামলাইসরায়েল থেকে কাতারের দূরত্ব দুই হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪৩ মাইল। গাজায় ইসরায়েলি হামলার পর এই প্রথম কাতার তাদের লক্ষ্যবস্তু হলো। এতে ছয়জন নিহত হয়।ইসরায়েল সেনাবাহিনীর জানিয়েছে, ওয়েস্ট বে লাগন এলাকাতে একটি আবাসিক ভবনে তারা এই হামলা চালিয়েছে। এখানে অনেক দেশের দূতাবাস, স্কুল, সুপারমার্কেট এবং...