গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানায় দায়িত্বরত ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকায় আদালতে পিটিশন মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে।...