ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস গমন উপলক্ষে আয়োজিত পার্টিতে যোগ দিতে গিয়ে ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটকের পর কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দিয়েছে পুলিশ। তারা সবাই কিশোর হওয়ায় অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হল থেকে তাদের আটক করা হয়েছিল। পুলিশ জানায়, রাতভর যাচাই-বাছাই শেষে রাজনৈতিক সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং সবাই কিশোর হওয়ায় বৃহস্পতিবার সকালে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে তাদের। স্থানীয় সূত্র জানায়, আনন্দপুরের বরকতউল্লাহ সমাজের বাসিন্দা সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর জীবিকার তাগিদে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে ওই কনভেনশন হলে খাওয়া ও আড্ডার আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালীন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল...