এশিয়া কাপে দুর্দান্ত ছন্দ নিয়েই নামছে বাংলাদেশ। টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার গ্রুপ–বি’তে প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। বৃহস্পতিবার আবুধাবিতে হতে যাওয়া ম্যাচে টাইগারদের ভরসা শক্তিশালী পেস আক্রমণ আর ছক্কার ঝড়ে মুখর ব্যাটিং ইউনিট।আজকের ম্যাচে আগ্রাসী শুরুর লক্ষ্য লিটনদের। বাংলাদেশ জানে, শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে। পাওয়ারপ্লেতে উইকেট তোলায় তাসকিন-মোস্তাফিজরা সাম্প্রতিক সময়ে ধারাবাহিক। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। নতুন বলের সঙ্গে স্পিন আক্রমণও কাজে লাগাতে চান অধিনায়ক লিটন দাস। পাওয়ারপ্লেতে অফস্পিনে কার্যকরী হয়েছেন শেখ মেহেদী হাসান, আর লেগস্পিনার রিশাদ হোসেনও পেতে পারেন শুরুতেই বল করার সুযোগ।এদিকে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে এসেছে আক্রমণাত্মক মানসিকতা। গত ১৮ মাসে বিশেষ করে ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ারপ্লেতেই বোলারদের চাপে ফেলেছেন ছক্কার মারমুখী...