বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। শুরুর ম্যাচেই লিটন দাসদের প্রতিপক্ষ হংকং। যে দলটা ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশকে দুই উইকেটে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ মাঠে নামবে। আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটা দেখাবে টি স্পোর্টস। বাংলাদেশ এশিয়া কাপে এসেছে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। শক্তিশালী পেস আক্রমণের সঙ্গে রসদ হিসেবে রয়েছে ছন্দে থাকা এমন ব্যাটিং বিভাগ- যারা অবশেষে পাওয়ার হিটিংয়ে নিজেদের সক্ষমতা দেখাতে শুরু করেছে। বিপরীতে হংকং প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও তাদের প্ররণা হিসেবে কাজ করছে ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে জেতা সেই ম্যাচ। হংকং দলে এখনও সেই ঐতিহাসিক জয়ের দু’জন খেলোয়াড় আছেন। কিন্তু তাদের জন্য দুশ্চিন্তার বিষয়টি হচ্ছে ওই ম্যাচের পর থেকে তারা পূর্ণ সদস্য দেশের বিপক্ষে মাত্র ১১টি আন্তর্জাতিক ম্যাচ...