বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত করুনা রানী (৬২) মান্দারতা গ্রামের মৃত পটিক চন্দ্র ভদ্রর স্ত্রী। অভিযুক্ত রবি চন্দ্র তার ছেলে। এলাকাবাসী জানান, গতকাল রাত ১০টার দিকে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ধারালো বটি দিয়ে তার মায়ের গলায় কোপ দেন। ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। ঘটনার পরপরই রবি চন্দ্র পালিয়ে যান। আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের...