চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত মুখ শাখতার দোনেস্ক। কিন্তু ২০১৪ সাল থেকে ঘর ছাড়া ক্লাবটি। সেসময় থেকেই নিজেদের মাঠে খেলতে পারছে না শাখতার। ইউক্রেনের ক্লাবটির হোম গ্রাউন্ড অবস্থিত ডনবাস অঞ্চলে যা দখল করে রেখেছে রাশিয়া। উত্থান-সংগ্রাম এরপর ইউরোপ সেরার মঞ্চে লড়াই চালিয়ে যাওয়ার গল্প নিয়েই সিনেমায় রূপ দেবেন হলিউড চলচিত্র নির্মাতারা। অস্কারে মনোনয়ন পাওয়া পল তামসি ও এরিক জনসনের লেখা নতুন চলচিত্রে ২০২২ মৌসুমে ক্লাবটির গল্প প্রাধান্য পাবে। যখন রাশিয়া পুরোদমে ইউক্রেনে আক্রমণ চালায় তখন তাদের ঘরোয়া ম্যাচ খেলতে হয় পোলান্ডে। ইউরোপীয়ান ম্যাচগুলো জার্মানিতে। তাদের সংগ্রামকেই বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা হলিউডের। শাখতারের প্রধান নির্বাহী সের্গেই পালকিন বলেছেন, ‘শাখতারের অনন্য ইতিহাস বিশ্বের সবার জানা উচিত, যোগ্যও বটে। আমরা সেসময় থেকে ঘর ছাড়া হয়েছি, এমনটা কোনো ক্লাবের সঙ্গে হওয়া উচিত না। বিশ্বাস করি,...