ময়মনসিংহের ধোবাউড়ায় ৬৫ বোতল ভারতীয় মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক সরবরাহে ব্যবহৃত দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ধোবাউড়া থানার ধাইরপাড়া পানির ট্যাংকির পাশের কলসিন্দুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আলামিন (৩২), রুবেল (৩৪), মো. সাইফুল (২২) ও মো. হাবিকুল ইসলাম (৩৫)। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ভারতীয়...