মাত্র ১২০ টাকা সরকারি ফি দিয়ে ঘুষ, দালাল বা সুপারিশ ছাড়াই সাতক্ষীরার ২৮ জন তরুণ-তরুণী বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে চাকরি পেয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পুলিশ লাইনসে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। চাকরি পাওয়া নাজমুন নাহার লিজা বলেন, বাবাকে ছোটবেলায় হারানোর পর মামার বাড়িতে বড় হয়েছি। বিনা টাকায় চাকরি পাব, এটা কখনও ভাবিনি। আজ আমি খুব খুশি। মাকে সহায়তা করতে পারব। এটা আমার জন্য গর্বের। তিনি প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন। পাটকেলঘাটার কৃষক পরিবারের সন্তান মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ২০২৩ সাল থেকে চেষ্টা করছি। অবশেষে ২০২৫ সালে চাকরি পেলাম। নিজের যোগ্যতায় চাকরি পেয়ে আমি গর্বিত। বিলকিস সুলতানা বলেন, প্রথমবার অংশ নিয়েই চাকরি পেয়েছি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে এটি আমার বড় অর্জন। মোহাম্মদ তাওহিদুর...