গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) পালিয়ে গেছে। নিহত যুবক গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আলী নেওয়াজের ছেলে আনিসুর রহমান (৩১)। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আনিসুর রহমানের ভাগনিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান তার বোন ও ভগ্নিপতি। যাওয়ার সময় ভাগনে সৌরভ হাসান রুদ্রকে তার কাছে রেখে যান। সৌরভ মাদকাসক্ত থাকায় তাকে শাসন করেন মামা আনিসুর রহমান। এ নিয়ে সৌরভের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মামা আনিসুর রহমান ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাগনে সৌরভ ঘুমন্ত অবস্থায় মামা আনিসুরকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে মামাকে উদ্ধার করে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা...