কানাডায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে আহ্বান জানান। কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে নির্বাচনের প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিতে পারবেন।...