১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝিনাইদহের মহেশপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার সভাপতিত্ব করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম। এ ছাড়া রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, পূজামণ্ডপে নিরাপত্তারক্ষী মোতায়েন এবং নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার...