এশিয়া কাপ শুরুর আগে শক্তিহীনতার ঘাটতি পূরণে ইংলিশ কোচ জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত উড প্রস্তুতি ক্যাম্পে কাজ করেছেন লিটন দাস, জাকের আলী, তানজিদ হাসান তামিম ও শামীম পাটোয়ারীর সঙ্গে। এমনকি নেদারল্যান্ডস সিরিজেও তিনি ছিলেন দলের পাশে।তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস মনে করছেন, উডের শিক্ষা মাঠে তাৎক্ষণিক ফল এনে দেবে এমনটা ভাবা উচিত নয়। বরং প্রথম ম্যাচের আগে তিনি সতীর্থদের বার্তা দিয়েছেন—ছক্কা মারার চেয়ে জরুরি হলো ‘স্মার্ট ক্রিকেট’ খেলা।‘টি–টোয়েন্টিতে বড় ছক্কা মারা বাড়তি সুবিধা দেয়। যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়। কিন্তু আমাদের শুধু ছক্কার দিকে তাকিয়ে থাকলে হবে না। ম্যাচের অবস্থা, প্রতিপক্ষের বোলিং আর মাঠের সীমারেখা বুঝে খেলতে হবে,’—ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন লিটন।ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল,...