দীর্ঘ ৩৩ বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া এ নির্বাচন নিয়ে এরই মধ্যে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে নিজের ভোটপ্রদানের পর তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। শেখ সাদী হাসান বলেন, গতকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অসঙ্গতি ও গাফিলতি দেখেছি। আমাদের মনে হয় তাদের স্বজনপ্রীতিও রয়েছে। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন সমর্থিত প্রার্থীর বিষয়ে প্রশাসন উদাসীন এবং বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিচ্ছেন। তিনি আরও বলেন, গতকাল দেখেছি শিবির সভাপতি নির্বাচন কমিশনে প্রকাশ্যে অবস্থান করেছেন এবং কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট...