স্থানীয়রা জানায়, সেতুর দুই পাশসহ মাঝখানে প্রায়শই ট্রাক দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করে চালক ও সহকারীরা। এতে পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। ঘটনার সময় প্রবল বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি সেতুর ওপর দাঁড়ানো ট্রাকটি দেখতে না পেয়ে জোরে ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ২ যাত্রী গুরুতর আহত হয়।আহতরা হলেন- কসবার সাহাপাড়া এলাকার রফিক খানের ছেলে সিদ্দিক এবং কামালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাইমন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে।কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর জানান, রাত ১০টার দিকে সেতুর ওপর দাঁড়ানো একটি ট্রাকে অপর পাশ থেকে আসা...