জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়ে প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান। একইসঙ্গে তিনি জানান, নির্বাচনের ফলাফল যাই আসুক, তা মেনে নেওয়ার মানসিকতা তার রয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে ভোট দেন তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে। সাদী হাসানের দাবি, ভোট অবশ্যই...