খাগড়াছড়িতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির চেঙ্গী ব্রিজ সংলগ্ন হেরিটেজ পার্কের সামনে দুর্ঘটনার শিকার হন তারা। নিহতদের মধ্যে সিজন চাকমা পানছড়ি পুজগাং তারাবন্যা এলাকায় সূর্যমোহন পাড়ার খুলরাম চাকমার ছেলে। রিজুম চাকমা খাগড়াছড়ি সদরের নুনছড়ি গ্রামের বাসিন্দা।আরো পড়ুন:অভয়নগরে মোটরসাইকেল সংঘর্ষে খুলনা মেডিকেলের চিকিৎসক নিহতকুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, চাপা পড়ে প্রাণ গেল পথচারীর অভয়নগরে মোটরসাইকেল সংঘর্ষে খুলনা মেডিকেলের চিকিৎসক নিহত কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, চাপা পড়ে প্রাণ গেল পথচারীর খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, রাতে হেরিটেজ পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহী...