নরসিংদীর শিবপুরে আপন দুই ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন,শিবপুর উপজেলার বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ এবং সাজ্জাদুল ইসলাম রানা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,বুধবার বিকেলে টিউবওয়েলের পানি নিষ্কাশনে ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আবারো ঝগড়ায় জড়িরেয় পড়ে দু’পক্ষ। একপর্যায়ে সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তাদের চাচা মামুন,চাচাতো ভাই দিদারুল এবং বিদ্যুৎ। সে সময় ঘটনাস্থলেই ছোটভাই...