জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট শুরু হয়েছে, তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর। দিনের শুরুতে ভোটার উপস্থিতিও কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে বলে আশা নির্বাচনী কর্তাদের। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের ২১টি কেন্দ্রের ২২৪টি বুথে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা ছিল। কিন্তু ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম এনে ভোটের প্রক্রিয়া শুরু করতে ঘড়ির কাটায় ১৫ থেকে ২০ মিনিট সময় পেরিয়ে যায়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী সাংবাদিকদের সামনে খালি ব্যালট বাক্স দেখিয়ে তারপর সিলগালা করে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। নির্বাচনী কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। ক্যাম্পাসে নির্বাচনী উৎসবের আমেজ আছে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহও আছে। তৃতীয় বর্ষের শিক্ষার্থী নওশিন তাবাসসুম বলেন, “এই...