ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কার্ককে লক্ষ্য করে গুলি করা হয়। ঘাড়ে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেছেন ইউটাহর গভর্নর। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে; গোয়েন্দা সংস্থা-এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। পরে এফবিআইয়ের পক্ষে থেকে জানানো হয়, সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। কনজার্ভেটিভ ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ৩১ বছর বয়সী কার্ক...