লক্ষ্মীপুর: মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের ২৪ জন তরুণ-তরুণী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে ফলাফল ঘোষণা করা হয়।নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সাফল্যে খুশি পরিবারের সদস্যরাও। ফলাফল ঘোষণার সময় উত্তেজনা ও উৎকণ্ঠায় প্রার্থীদের চোখেমুখে ছিল ভিন্ন রঙ। কারও স্বপ্নপূরণে আনন্দাশ্রু ঝরেছে, আবার কারও পরিবার সদস্যরা আবেগে ভেসেছেন।চূড়ান্ত তালিকায় নিজের নাম শুনে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাহার উদ্দিন শরীফ। লক্ষ্মীপুর সদরের দুর্গাপুর গ্রামের এ তরুণের বাবা একজন খামারি। শরীফ জানায়, মাত্র ১২০ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছি। সততা, দেশপ্রেম আর জনগণের কল্যাণে কাজ করতে চাই।তার বাবা বলেন, আমি নিজে পড়াশোনা করতে পারিনি। অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাচ্ছি। আজ ছেলের মেধা...