নিজস্ব প্রতিবেদক: একসময় দেশের প্রধানমন্ত্রীরা স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হতেন, কিন্তু এখন বিশ্বব্যাপী একের পর এক শীর্ষ নেতারা রাজনৈতিক সংকট, গণরোষ ও বিরোধের মুখে পদত্যাগের পথে যেতে বাধ্য হচ্ছেন। মাত্র কয়েক মাসের মধ্যে নেপাল, ফ্রান্স, জাপান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীরা তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নেপালে সোশ্যাল মিডিয়ায় নজরদারি এবং ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে দ্রুত বিদ্রোহে পরিণত হয়। রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ-তরুণীর এই প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে পড়ে, যা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে পদত্যাগে বাধ্য করে। একই দিনে ফ্রান্সেও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে ফ্রাসোয়া বাইরু পদত্যাগ করেন, যা ফরাসি সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে। তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে জমা দেওয়ার ফলে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। এর...