জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতে দেরি হয়েছে। একইসঙ্গে ভোট শুরুর আগে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। হলটির শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা আবু সাইফ এই বিলম্বের কারণ হিসেবে বলেন, মূলত প্রক্রিয়াগত (প্রস্তুতিমূলক) কাজ শেষ না হওয়ায় এমনটা হয়েছে। ৪৫ মিনিট নয়, ভোট শুরু করতে ২৫ মিনিটের মতো দেরি হয়েছে। এদিকে, ভোটগ্রহণের শুরুতে সাংবাদিকদের কেন্দ্রটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন সাংবাদিকরা। হল কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা জানান, পুরুষ সাংবাদিকদের প্রবেশ করতে হলে প্রক্টরের অনুমতি লাগবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম বলেন, হল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হল কর্তৃপক্ষের সঙ্গে কথা...