নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন। এই অস্থিরতায় ভারত গভীর উদ্বেগে রয়েছে, কারণ নেপালের রাজনৈতিক অস্থিরতা তাদের প্রতিবেশী বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে মনে করিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে হিংসাত্মক আন্দোলনের পর সরকারের পতন ঘটানো নেপাল ভারতের কাছের তৃতীয় দেশ। পুলিশি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে এবং কয়েকজন রাজনীতিকের বাড়িতে আগুন ধরিয়েছে। কাঠমান্ডুর এই পরিস্থিতি অনেকের মনে বাংলাদেশের ২০২২ সালের রাজনৈতিক অস্থিরতা ও শ্রীলঙ্কার অভ্যুত্থানের স্মৃতি তাজা করেছে। যদিও বাংলাদেশ...