
নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের কারণে দুই দিন হোটেলেই বন্দী ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর দূতাবাস এবং সরকারের সম্মিলিত উদ্যোগে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বেলা সাড়ে ১১টার দিকে শুরু হবে দলের ফেরার যাত্রা। একই ফ্লাইটে দেশে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকরাও। গত ৮ সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া আন্দোলন দ্রুত সহিংস রূপ নিলে পরদিন, ৯ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগের কারণে নিরাপত্তার জন্য হুমকি তৈরি হলে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে ১০ সেপ্টেম্বর...