নিজস্ব প্রতিবেদক: ভারতের চারপাশে একের পর এক রাজনৈতিক পালাবদল এবং দেশটির অভ্যন্তরে বিরোধীদের ক্রমবর্ধমান চাপ—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশগুলোতে সরকারের পতন এবং ভারতের ভিতরে ক্রমশ জমে ওঠা রাজনৈতিক অস্থিরতা ভারতের শাসনব্যবস্থার জন্য এক ‘ঝড়ের পূর্বাভাস’ হয়ে দাঁড়িয়েছে। রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে গণবিক্ষোভ ও অর্থনৈতিক বিপর্যয়ের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। শেষপর্যন্ত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। কেপি শর্মা ওলির পদত্যাগের মধ্য দিয়ে নেপালের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে। সামাজিক মাধ্যমে কড়াকড়ির প্রতিবাদে ছড়িয়ে পড়া আন্দোলন শুধু সরকারের পতনই ডেকে আনে না, বরং দক্ষিণ এশিয়ায় একটি ‘ডমিনো ইফেক্ট’ এর শুরু বলে মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে দেশের...