ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে সরকারি জনকল্যাণ ভাতা ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগের একটি অভিযোগ উঠে এসেছে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে। এরপরই লন্ডনের মেট্রো নিউজও এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জনসন সাবেক প্রধানমন্ত্রীদের জন্য ‘জনসেবা-সংক্রান্ত দায়িত্ব পালনের ব্যয়’ ভাতা হতে নেওয়া বরাদ্দ নিজ ব্যবসায়িক কাজে ব্যবহারের চেষ্টা করেছেন। এ খাত থেকে তিনি প্রায় ১ লাখ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ডের ভাতা উত্তোলন করেন। তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে সরকারি কাজে যাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন, ডাইনিং স্ট্রিট ত্যাগের পরও তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, সরকারি অর্থে বেতন পাওয়া জনসনের তিনজন কর্মী সরাসরি তার ব্যবসা ও মুনাফাভিত্তিক কার্যক্রমে সহায়তা করছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জনসন...