
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় মীর মোশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।পরে ভোটকেন্দ্র থেকে বের হয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাংবাদিকদের কাছে শঙ্কা প্রকাশ করেন সাদী হাসান।নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন এমন অভিযোগ করে তিনি বলেন, ‘অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, যা কাউকে জেতানোর কৌশল হতে পারে।’সাদী হাসানের দাবি, ভোট গণনার যে মেশিন আনা হয়েছে, তা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মদদপুষ্ট একটা কোম্পানি থেকে আনা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক।জাকসু নির্বাচনে কোনো ঝুঁকির আশঙ্কা নেই : পুলিশ সুপারতিনি বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর পরে...