
নেপালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতন ঘটেছে। দেশটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই সহিংস পরিস্থিতির মধ্যে সেখানে আটকা পড়েছিল। টানা কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। সামরিক বাহিনীর সহায়তায় আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তাদের। মঙ্গলবার রাতে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর নেপালের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক এখন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেওয়া হয় বুধবার থেকে। আজ সকালে বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, বেলা সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে রওনা দেবে। এই ফ্লাইটে ফুটবলারদের সঙ্গে ফিরছেন নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও। বাংলাদেশ দল যে হোটেলে অবস্থান করছে, তার পাশের একটি বাড়িতে আগুন দিয়েছিল আন্দোলনকারীরা।...