নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলা রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছোট ছেলে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা নুরাল দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সরকারের দেওয়া বিশেষ সুযোগে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তবে পাশ করেছিলেন কিনা তা সমসাময়িক কেউ বলতে পারেননি। কৈশোর বয়স থেকে মাটির বদনা বাজিয়ে গান করতেন তিনি। নির্দিষ্ট কোনো পেশায় না থাকলেও ঘুড়ি ও টুপি বানাতেন, টুকটাক কবিরাজি করতেন। তবলা বাজানো তার শখ ছিল। বসতি ছিল একটি ছনের ঘরে। কালক্রমে কোটিপতি হয়ে ওঠা সেই নুরাল পাগলা এখন দেশজুড়ে আলোচনায়। ইসলামবিরোধী নানা কর্মকাণ্ডের জন্য সারাজীবনই তিনি বিতর্কের মধ্যে ছিলেন। ২৩ আগস্ট তার মৃত্যু হয়। ১৩ দিন পর ৫ সেপ্টেম্বর শুক্রবার বিক্ষুব্ধ জনতা তার আলিশান বাড়ি ও আস্তানায় হামলা চালায়। কবর থেকে লাশ তুলে আগুন দেয়।...