আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের দগদগে ক্ষত নিয়ে বেঁচে আছে মণিপুরবাসী। চোখের পানি শুকায়নি ভুক্তভোগীদের। এরইমধ্যে আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর তার সম্মানে প্রশাসন আয়োজন করেছে সাংস্কৃতিক প্রদর্শনী। কিন্তু ভুক্তভোগী মানুষরা বলছে, নাচ-গান নয়, দরকার সুবিচার আর সমস্যার স্থায়ী সমাধান। প্রশাসনের এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছে কুকি ও জো সম্প্রদায়ের সংগঠনগুলো। গাংতে ছাত্র সংগঠন জানিয়েছে, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, তবে ক্ষতের ভেতরে আনন্দ সম্ভব নয়। চোখে জল নিয়ে আমরা নাচতে পারব না।’ ইম্ফল হামের বাস্তুচ্যুতদের কমিটিও বলেছে, ‘আমাদের শোক শেষ হয়নি। এখনো আগুন জ্বলছে। আনন্দ অনুষ্ঠান আমাদের ব্যথার প্রতি অবজ্ঞা।‘ কুকি ইনপি মণিপুরের দাবি, শুধুমাত্র আগমন নয়, চাই সুবিচার। প্রধানমন্ত্রী যদি সত্যিই মানুষকে শান্তি দিতে চান, তবে বাস্তব সমাধান দিতে হবে।...