১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ এএম জনপ্রিয় সংগীতের আসর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের পঞ্চম গান হিসেবে মুক্তি পেল ‘লং ডিসট্যান্স লাভ’। গানটিতে সুর করেছেন শুভেন্দু দাস শুভ। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি অনলাইনে ‘মডার্নওটাকু’ নামে পরিচিত। গানটির কথা লিখেছেন অংকন এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা। তাদের কলমে উঠে এসেছে দূরত্বের সম্পর্কের টানাপোড়েন, নীরবতা আর না-বলা কথার যন্ত্রণা। ডিজিটাল যুগে মুহূর্তেই সাগর পেরিয়ে যায় কণ্ঠস্বর, কিন্তু অনেক সময় প্রযুক্তি দিয়েও মেটে না মনের দূরত্ব। সেই অনুপস্থিতির শূন্যতা, অপেক্ষার প্রতিধ্বনি আর দূরে থেকেও কাছে থাকার যন্ত্রণা নিয়েই তৈরি হয়েছে গানটি। এ প্রসঙ্গে প্রযোজক শুভেন্দু দাস শুভ বলেন, “এটা এমন এক অনুভূতি, যা না পাঠানো চিঠির...