স্থানীয়রা জানায়, ১৯৮০ সালের দিকে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সেতুটি নির্মাণ হয়। তখন এটি মূলত হাঁটার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করায় সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়ে, পাটাতন খসে নড়বড়ে হয়ে গেছে। এখন বড় কোনো গাড়ি উঠলেই থরথর করে কেঁপে ওঠে ব্রিজ। নতুন পাড়া এলাকার ব্যবসায়ী মাঈনুদ্দিন বলেন, সেতুর অবস্থা ভয়াবহ। বড় গাড়ি উঠলে মনে হয়, এখনই ভেঙে পড়বে। দ্রুত নতুন একটি সেতু নির্মাণের দাবি জানাচ্ছি। ভ্যানচালক রাব্বানী জানায়, একই সময়ে ২টি ভ্যান চলাচল করা সম্ভব নয়। একটি ভ্যান উঠলে অন্য ভ্যানকে নিচে দাঁড়িয়ে থাকতে হয়। সেতুর পূর্ব পাশে রয়েছে ২টি বিদ্যালয়। প্রতিদিন ভয়ে ভয়ে পার হয় শিক্ষার্থীরা। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হামিম রাইসুল জমিরুল বলেন, আমরা প্রতিদিন মনে করি সেতুটি ভেঙে নদীতে পড়ে...