১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ঠিক সকাল ৯টায় ভোটগ্রহণের কথা থাকলেও ৪০ মিনিট পর প্রথম ভোট পড়েছে মীর মশাররফ হোসেন হলে। এতে চরম বিরক্তি প্রকাশ করেছেন ভোটাররা। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ব্যালট পেপার আসলেও প্রস্তুতিতে বিলম্ব করেন সংশ্লিষ্টরা। দুটি ব্যালট পেপার পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়। পরে ব্যালট পেপার পেলে ৯টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। এই হলে ৪৬৪ জন ভোটার রয়েছেন, ভোটগ্রহণে রয়েছে ১০টি বুথ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে প্রথম ভোট প্রদান করেন ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের ভিপি প্রার্থী জুবায়ের আল শাবাব। এ সময় বিরক্তি প্রকাশ করেন তিনি। হল প্রাধ্যক্ষ মো. মাহমুদুর রহমান বলেন, 'ব্যালট পেপার...