বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘শিনইয়ুয়েন (বুলবুল নিট)’ নামের কারখানার শত শত শ্রমিক রাস্তায় নেমে এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না। মালিক পক্ষের কেউ অফিসে না থাকায় তারা বারবার চেষ্টার পরও কোনো সুরাহা পাচ্ছেন না। চীনা মালিকানাধীন কারখানাটি কয়েক মাস ধরেই কার্যত বন্ধ থাকায় শ্রমিকদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এদিকে শ্রমিকদের এই আন্দোলনের ফলে ব্যস্ততম দুইটি মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। এ...