ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলি দখলদার শাসনের আগ্রাসী কার্যক্রম মোকাবিলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ইরানের সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। বুধবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি শাসনের কর্মকাণ্ডকে অপরাধমূলক আখ্যা দিয়ে বলেন, এসব আচরণ আন্তর্জাতিক নীতি ও সীমারেখাকে প্রকাশ্য অবজ্ঞা করে চলছে। ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর বিরুদ্ধে এই দখলদার শাসনের অমানবিক কর্মকাণ্ড ঠেকাতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ ও কঠোর...