দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের আগের রাতে আজ বুধবার জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করতে এবং কমিশনারের সাথে মিটিং করতে দেখা গেছে শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়ক, বিএনপি পন্থী দু’জন শিক্ষককে। এছাড়া জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ছাত্রদলের দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এসময় এক সাংবাদিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন; যে কারণে তার ফোন কেড়ে নেওয়া হয় এবং ফুটেজ ডিলিট করে দেয়া হয় এসব ঘটনার প্রেক্ষিতে জাকসু নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বুধবার দিবাগত রাত একটার দিকে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করে...