বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় অবস্থিত শিনইউয়েন গার্মেন্টস কোং লিমিটেড (বুলবুল নিটিং) কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন ও নাইট বিল এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বারবার আশ্বাস দিয়েও নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। সকালেই শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। খবর পেয়ে বাসন...