টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পরিদর্শক ও গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানায়, আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় ওসি,তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগ দেন। পরবর্তীতে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা হয়। বুধবার সেই মামলার গ্রেপ্তারি পরওয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ব্যাপারে...