ইবি: জনপ্রিয় ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম (সা.) এর কাজের তুলনা ইতিহাসে বিরল। আমরা তার বহু নীতিকথা শুনি ও উদাহরণ দেখি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো- তিনি নিজেই সেই নীতিগুলো জীবনে অনুসরণ করেছেন এবং বাস্তবায়ন করেছেন। তিনি শুধু কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং কাজের মাধ্যমে তাদের বাস্তবায়ন করেছেন।বুধবার (১০ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সিরাতুন নবী (সা.) উদযাপন উপলক্ষে ইবিতে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসূলুল্লাহ (সা.)’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী প্রধান আকর্ষণ ও সিরাত বক্তা হিসেবে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।সিরাত বক্তৃতায় শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা ফিলিস্তিনের দিকে তাকাই- সেখানে যে রকম গণহত্যা চালানো হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে এবং সেই সব দেশ যারা মানবাধিকার শিক্ষা দেয়,...